ভাড়া বাড়াতে পরিবহন মালিকদের পাল্টা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৭, ২০২১, ০৮:৪৬ পিএম

ভাড়া বাড়াতে পরিবহন মালিকদের পাল্টা প্রস্তাব

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবীতে পরিবহন মালিকদের ডাকা পরিবহন ধর্মঘট তুলে নিতে বিআরটিএ-পরিবহন মালিক সমিতির বৈঠকে নতুন ভাড়া প্রস্তাব করা হয়েছে। রবিবার (০৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে উভয়পক্ষের বৈঠকে পরিবহন মালিক সমিতির তরফ এ প্রস্তাব করা হয়।

পরিবহন মালিক পক্ষের প্রস্তাবনা অনুসারে, এর আগে, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাসে ২০১৩ সালে ছিলো ১. ৪২ টাকা। ২০২১ সালে এসে প্রস্তাব করা হয়েছে ২.০০ টাকা। পার্থক্য ০.৫৮ পয়সা। শতকরা বৃদ্ধি পেয়েছে ৪১শতাংশ।

এছাড়া, প্রতি কিলোমিটারে মহানগর বাসে ২০১৩ সালে ভাড়া ছিলো ১.৭০ টাকা। ২০২১ সালে এসে প্রস্তাব করা হয়েছে ২.৪০ টাকা। পার্থক্য ১.৭০পয়সা। শতকরা বৃদ্ধি পেয়েছে ৪১শতাংশ।

এবং, প্রতি কিলোমিটারে মহানগর মিনি বাস ভাড়া ২০১৩ সালে ছিলো ১. ৬০টাকা। ২০২১ সালে এসে প্রস্তাব করা হয়েছে ২.৪০ টাকা। পার্থক্য ০.৮০ পয়সা। শতকরা বৃদ্ধি পেয়েছে ৫০শতাংশ।

উভয়পক্ষের আলোচনা চলমান। এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়েছে বিআরটিএর পক্ষ থেকে।

Link copied!