নভেম্বর ১১, ২০২১, ০৩:২১ পিএম
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। এদিন সকাল ১০টা ২০ মিনিটে অভিযুক্তদের আদালতে হাজির করা হয়।
এই মামলার বাকি আসামিরা হলেন— সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।
২০১৭ সালের ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়।
মামলার বিবরণীতে বলা হয়, ওইদিন রেইনট্রি হোটেলে এক জন্মদিনের অনুষ্ঠানে সাফাত ও নাঈম মামলার বাদী ও অন্য এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন। ঘটনার সময় বিল্লাল, রহমত ও সাকিফ সহায়তা করেন।
উল্লেখ্য, ১২ অক্টোবর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। সেদিন বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে ২৭ অক্টোবর নির্ধারণ করেন আদালত। ওই দিন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার মারা যাওয়ায় আদালতের কার্যক্রম বন্ধ থাকে।