রোহিঙ্গা শিবির থেকে রামদাসহ ৫ সন্ত্রাসী আটক

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২১, ০৯:২৫ এএম

রোহিঙ্গা শিবির থেকে রামদাসহ ৫ সন্ত্রাসী আটক

রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্র রামদাসহ ৫ সন্ত্রাসী-ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (৪ ডিসেম্বর) রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে চারটি রামদাও উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে ৪ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এবং একজন একাধিক মামলার পলাতক আসামি। এদের সবার নাম পুলিশের তালিকায় 'শীর্ষ সন্ত্রাসী' হিসেবে তালিকাভুক্ত।

অভিযানে আটককৃতরা হলেন, নুর আজিম (৩২), আবু (৫০), ইসলাম (৩৫) ও মৃত নুরুল হক (৩৫)।  

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ শিবিরে এপিবিএনের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে। তিনি আরও বলেন, আটককৃতদের হেফাজতে থাকা দেশীয় তৈরি বিভিন্ন সাইজের চারটি রাম দা উদ্ধার করা হয়।”

জিজ্ঞাসাবাদে তারা আরও ৫ সহযোগীর নাম স্বীকার করে ডাকাতির জন্য জড়ো হওয়ার কথা স্বীকার করেন। উদ্ধারকৃত রামদাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, একই শিবিরে অভিযান চালিয়ে একাধিক মামলা পলাতক আসামি রোহিঙ্গা ডাকাত নুর আহম্মদ (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। আহম্মদ একই শিবিরের ব্লক-বি ১১, এফসিএন-২৮৮১০০ এর লাল মিয়ার ছেলে।

Link copied!