লঞ্চ দুর্ঘটনা: হতাহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:৪০ পিএম

লঞ্চ দুর্ঘটনা: হতাহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের শিকার এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে রিট করা হয়েছে হাইকোর্টে।

রবিবার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

রিটে মৃতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে।

আগামী সোমবার (২৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান ইউনুস আলী আকন্দ।

এদিকে, এই ঘটনায় লঞ্চের মালিকসহ আরও ২০-২৫ জনের নামে মামলা করা হয়েছে।

ঘটনার পর থেকেই লঞ্চের মালিককে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় লঞ্চ চালক ও স্টাফদের দুষছেন সে রাতের মৃত্যুমুখ থেকে ফিরে আসারা। লঞ্চে আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Link copied!