শাবিপ্রবিতে ভিন্নমাত্রা নিচ্ছে ছাত্রআন্দোলন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২১, ২০২২, ০৩:০৬ এএম

শাবিপ্রবিতে ভিন্নমাত্রা নিচ্ছে ছাত্রআন্দোলন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন ভিন্নমাত্রা নিচ্ছে। আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বেড়েছে। দাবি আদায়ে শিক্ষার্থীদের আমরণ অনশন বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রাখেন। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে সিলেট শহরের নানা সংগঠন। তারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের অষ্টম দিন বৃহস্পতিবার সিলেট শহরে নানা কর্মসূচিও পালন করেছে। এতে ওই আন্দোলন আরও বেগবান হয়েছে।

শিক্ষার্থীরা গত মঙ্গলবার রাতে উপাচার্য ফরিদ উদ্দিনকে এর আগে বুধবার দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছিল। পদত্যাগ না করায় ওই দিন দুপুরের পর উপাচার্যের বাসভবনের সামনে অনশন শুরু করে ২৪ জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার মধ্যরাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন চলছিল। তবে অসুস্থ হয়ে পড়ায় ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে অনশন চালিয়ে যাওয়ায় অংশগ্রহণকারীদের অনেকের জ্বরও দেখা দিয়েছে। অনেকের রক্তচাপও কমে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ায় নয়জনের শরীরে স্যালাইন পুশ করেছে চিকিৎসকেরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন থেকে সরবে না বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার সিলেট শহরে একাধিক নাগরিক সংগঠন উপাচার্যের পদত্যাগ চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে। বিকেলে জজকোর্টের সামনে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও আইনজীবীদের উদ্যোগে এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রগতিশীল ছাত্র জোটের মানববন্ধন হয়েছে। বিকাল সাড়ে চারটার দিকে সিলেট মহানগর বিএনপির একটি প্রতিনিধিদল আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে সংহতি প্রকাশ করে।

বিকেলে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন দেশ ও বিদেশে অবস্থানরত সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার ২৫জন বিশিষ্ট নাগরিক।

Link copied!