মার্চ ৮, ২০২২, ১২:০৫ এএম
ইউক্রেনের অলভিয়া বন্দরে 'বাংলার সমৃদ্ধি' জাহাজে রকেট হামলায় নাবিকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ শিপিং করপোরেশনের 'অব্যবস্থাপনা' খতিয়ে দেখতে তদন্তের আহবান জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।
এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানিয়ে সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে একটি চিঠি দেওয়া হয়েছে মেরিন অফিসারদের সংগঠনের পক্ষ থেকে।
অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেনের সই করা চিঠিতে বলা হয়, জাহাজের বীমা পলিসি ক্ষতিপূরণ দিতে পারে। কিন্তু কোন সমূহ বিপদ থেকে রক্ষা করতে পারে না।
সংগঠনটি জানায়, শিপিং করপোরেশন (বিএসসি) জাহাজটিকে চার্টারার পার্টি ওয়ার জোন নীতিমালা না মেনে যুদ্ধ কবলিত স্থানে পাঠিয়েছিল। জাহাজটি ও জাহাজে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের।
যুদ্ধ কবলিত স্থানে জাহাজটিকে পাঠানোর সিদ্ধান্ত 'আত্মঘাতীমূলক' উল্লেখ করে চিঠিতে বলা হয়, “বিএসসির এমন সিদ্ধান্তে একজন তরুণ নাবিকের মৃত্যু এবং রাষ্ট্র ও সরকারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, যা অনাকাঙিক্ষত ও অপ্রত্যাশিত।”
এ ঘটনায় বিএসসির 'অব্যবস্থাপনা' খতিয়ে দেখতে এবং ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি না হয়, সে বিষয়ে কার্যকর উপায় খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার অনুরোধ জানায় সংগঠনটি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এবং মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ২ জন সিনিয়র সদস্য নিয়ে ৫ সদস্যের এই কমিটির কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।