সরকার পরিকল্পিতভাবে দেশের মানুষের ভবিষ্যৎ ও অর্থনীতি ধ্বংস করেছে: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২১, ১০:৪৩ পিএম

সরকার পরিকল্পিতভাবে দেশের মানুষের ভবিষ্যৎ ও অর্থনীতি ধ্বংস করেছে: ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের মানুষের ভবিষ্যৎ অর্থনীতি ও রাজনীতি ধ্বংস করেছে। শুক্রবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রয়াত বিএনপি নেতা এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, গত সাত মাসে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হয়েছে, সেখানে বিরোধীদলের কেউ নেই। সেখানে শুধু তারা-তারাই (আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ)। তারপরও নির্বাচনী সহিংসতায় ৮৭ জন মৃত্যুবরণ করেছে।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, আমরা একটা দুঃশাসনের কবলে পড়েছি। আজকের খবরের কাগজে দেখবেন ডিজেল, কেরাসিনের দাম এক লাফে ১৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটা ৬৫ টাকা ছিল, করা হলো ৮০ টাকা। যেটা ছিল ৫৫ টাকা, সেটা করা হলো ৭০ টাকা। এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবছর তিন-চারবার করে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বাজারে যাবেন কোনো কিছুই কেনার জো নেই। প্রতিটি জিনিসের দাম বেড়েছে।

সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে, এরই মধ্যে ধর্মঘট দেওয়া হয়েছে। কাল থেকে বাস মালিকরা বলবে ভাড়া বাড়াও, না বাড়ালে আমরা চালাতে পারব না। একই কথা বলবে ট্রাকচালকরা। অর্থাৎ কাঁচাবাজার- চাল, ডাল সবকিছু দাম বাড়বে। এ সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন হলে, কতটা জনগণের সঙ্গে সম্পর্কহীন হলে এ ধরনের অমানবিক সিদ্ধান্ত নিতে পারে।

Link copied!