সাজার মেয়াদে গণনা করা হবে হাজতবাসের সময়

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১, ২০২১, ০৩:১৮ পিএম

সাজার মেয়াদে গণনা করা হবে হাজতবাসের সময়

এখন থেকে আসামির হাজতবাসের সময় মোট সাজাভোগের সময় থেকে বাতিল হবে। সোমবার (০১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন।

আসামির হাজতবাস মোট সাজাভোগের সময় থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ, সাজাপ্রাপ্ত আসামি যেদিন গ্রেপ্তার হয়েছেন সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন কারাগারে ছিলেন (হাজতবাস) তা সাজা হিসেবে গণণা করা হবে। অর্থ্যাৎ, হাজতবাসের সময় মোট সাজা থেকে বাদ যাবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে আহ্বান জানান দেশের সর্বোচ্চ আদালত।

আপিল বিভাগের এই আদেশের পর রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ইউনুছ আলী নামে এক আসামিকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা হাইকোর্ট কমিয়ে যাবজ্জীবন দেন। এরপর ইউনুছ আলীর আইনজীবী আপিল বিভাগকে জানান, এরই মধ্যে ইউনুছ ২৬ বছর সাজা ভোগ করেছেন। প্রচলিত সিআরপিসির ৩৫ (ক) ধারায় বলা হয়েছে, বিচারকালে আসামি যত দিন হাজতবাস করবে, হাজতবাসকালে এই সময় মূল সাজা থেকে বাদ যাবে। তবে ইউনুছ আলীর রায়ে ৩৫ (ক) ধারার ক্ষেত্রে তা উল্লেখ করা ছিল না। পরবর্তী সময়ে উচ্চ আদালতে আতাউর রহমান মৃধার রায়ে উল্লেখ করা হয়েছে, ৩৫ (ক) ধারার সুযোগটা আসামিরা পাবেন।

এ বিষয়ে আপিল বিভাগ বলেছেন, হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ যাবে। আদালত আসামি ইউনুছ আলী হাজতকালীন ও কারাদণ্ড ভোগের সময় যোগ করে যদি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ শেষ হয়ে যায়, তাহলে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

Link copied!