স্বামীবাগে র‌্যাবের অভিযান: আটক ৫

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২১, ০৮:০৪ পিএম

স্বামীবাগে র‌্যাবের অভিযান: আটক ৫

জঙ্গি সন্দেহে ৫ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর স্বামীবাগে ঘিরে রাখা একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।   

স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩। পরে অভিযান চালিয়ে সেখান থেকে ওই পাঁচ যুবককে আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

খন্দকার আল মঈন বলেন, “জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখা হয়। পরে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫ যুবককে আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ধর্মীয় উগ্রবাদ, সরকারবিরোধী ষড়যন্ত্র, ছাত্র আন্দোলনে উসকানিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।”

র‌্যাব জানিয়েছে, জব্দকৃত ডিভাইসগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

Link copied!