স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ক্রয়সহ বিভিন্ন বিষয়ের জরুরি নথি গায়েবের ঘটনার পর সিআইডির ক্রাইম বিভাগের সদস্যরা সচিবালয়ে তদন্ত গিয়ে ছয়জনকে আটক করেছেন। পরে তাদের সিআইডি কার্যালয়ে নেওয়া হয়।
সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়ারা হলেন, বাদল, বারী, জোসেফ, ফয়সাল, আয়শা এবং মিন্টু।
রবিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন সিআইডর গোয়েন্দারা।
গোয়েন্দারা তদন্তের সময় সকলের আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইবাচাই করেন। এসময় অন্তত ১৩ জনের আঙুলের ছাপ নেওয়া হয়।
এর আগে, গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে। এসব নথি খুঁজে পেতে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মন্ত্রণালয়। একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা এ জিডিটি করেন।