সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাপ্রধান আজিজের ছেলে আহত, নিহত আরও ২

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২১, ১২:০৫ এএম

সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাপ্রধান আজিজের ছেলে আহত,  নিহত আরও ২

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছেলে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে মহাখালী ফ্লাইওয়ারের পিলারের সাথে তাদের বহনকারী গাড়িটির ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় দুই তরুন প্রাণ হারায় ও পেছনের সিটে বসা ড্রাইভার আহত হন। সাবেক সেনাপ্রধানের ভাতিজা ঢাকা উত্তর সিটির ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দ্য রিপোর্ট ডট লাইভকে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

আইসিইউতে সেনাপ্রধানের ছেলে

গুরুতর আহত ইশরাক আহমেদ (১৮) সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলে। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) রাখা হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা যায়।

ড্রাইভারকে পেছনের সিটে বসানো হয়েছিল

রাজধানীর কাফরুল থানার উপপরিদর্শক আনিসুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে একটি গাড়ি মহাখালীতে উড়ালসড়কের পিলারে ধাক্কা খায়। গাড়ির আরোহীদের মধ্যে উমার আয়মান (২০) ও ফাহিম আহমাদ রায়হান (২০) নিহত হয়েছেন। উমার আয়মানের বাবা কর্নেল (অব.) ফারুক আহমেদ। ফাহিমের বাবার নাম ইলিয়াস আহমেদ। 

উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, গাড়িটি উমার আহমাদ রায়হানের ছিল। তিনি তার ড্রাইভারকে পেছনের সিটে পাঠিয়ে নিজেই ড্রাইভ করছিলেন। যার ফলে দূর্ঘটনার পর ড্রাইভার বেঁচে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

Link copied!