হাইকোর্টে জামিন পাননি আনভীর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৫:৫৩ পিএম

হাইকোর্টে জামিন পাননি আনভীর

‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগে করা মামলায় আগাম জামিন পাননি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। তবে তার স্ত্রী সাবরিনা সায়েমকে ৬ সপ্তাহের জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগে করা মামলায় আসামীদের আগাম জামিনের শুনানিকালে আদালত বলেন, ‘পোস্টমর্টেম রিপোর্টে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। আপনারা পরে আসেন। এখন জামিন দিতে পারছি না। একজনকে (আনভীরের স্ত্রী) জামিন দিলাম। আরেকজনের নাম (আনভীর) কার্যতালিকা থেকে বাদ দিলাম’।

বুধবার (২৯ সেপ্টেম্বর) স্ত্রীসহ হাইকোর্টে উপস্থিত হন সায়েম সোবহান আনভীর। তার পক্ষে আগাম জামিনের শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আনভীর গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্টে জামিনের আবেদন করেন।

এর আগে, মুনিয়ার বড় বোন গত ৬ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ বসুন্ধরা গ্রুপের এমডি, তাঁর স্ত্রী ও মা-বাবাসহ আটজনের বিরুদ্ধে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগ এনে মামলা করেন। এরপর আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

Link copied!