চট্টগ্রামে হাতিকে হত্যার অভিযোগে করা মামলায় নেছার উদ্দিন নামের এক ব্যক্তিকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম কামরুন নাহার আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
নেছার উদ্দিনের বাড়ি সাতকানিয়ার সোনাকানিয়া এলাকায়। তিনি এবং তার সঙ্গের লোকজন গত বছরের ২৮ নভেম্বর সোনাকানিয়ায় বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে একটি হাতিকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বন আদালতে ৩০ নভেম্বর একটি মামলা (২২১/২০২১) হয়। এ মামলার অপর দুই আসামি মো. সেলিম উদ্দিন ও আমান উল্লাহর জামিন মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের মামলার পরিচালক হারুনুর রশিদ বলেন, গত ৬ জানুয়ারি আসামিরা হাইকোর্টে এ মামলায় আগাম জামিন প্রার্থনা করেন। কিন্তু হাইকোর্ট আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন আসামি জামিনের আবেদন করলে আদালত ১ নম্বর আসামি নেছারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর দুজনকে জামিন দেন।