১৬০০ কিমি সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড ৪ বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২২, ০২:২১ এএম

১৬০০ কিমি সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড ৪ বাংলাদেশির

আবারও বিশ্ব রেকর্ডের পাতায় বাংলাদেশের নাম। ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের চার তরুণ।

বিশ্ব রেকর্ড গড়তে দিনে ১ হাজার ৬০০ কিলোমিটার সাইকেল চালানোর লক্ষ্য স্থির করেছিলেন চার তরুণ। কিন্তু তারা ১ হাজার ৬৭০ কিলোমিটার চালিয়ে ফেলেছেন। দিনরাত তুচ্ছ করে, প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি উপেক্ষা করে গত ৮ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিটে শুরু করেন। শেষ করেন ১০ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিটে।  রাজধানীর পূর্বাচলের একটি সড়কে সাইকেল চালিয়ে গেছেন টিমবিডিসির এই তরুণেরা। রাইডে তাদের সঙ্গ দিয়েছেন অসংখ্য পেসার। পেসার ও মূল রাইডাররা গড়ে প্রায় ৩৫ কিলোমিটার গতিতে ছুটেছেন ওই দুদিন।

গিনেসের স্বীকৃতির অপেক্ষা

রেকর্ড গড়তে পেরে উচ্ছ্বসিত সাইক্লিস্ট দ্রাবিড় আলম বলেন, “প্রায় দুই বছরের প্রস্তুতি শেষে আমরা রেকর্ডটা পেলাম। মনে হচ্ছে অনেক দিন পরে কাঁধ থেকে একটা ভার নেমে গেল। এবার সময় আরও বড় কিছু করার।

রাকিবুল ইসলামের কথায়, “আমরা চারজন এখানে শুধু সাইকেল চালিয়েছি। রেকর্ডটা আসলে সফল করেছে আমাদের সাথে যে ১৫০ জনের বেশি ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) হিসেবে সেখানে ছিলেন, তারা সবাই মিলে।

প্রায় এক মাস পর মিলল বিশ্ব রেকর্ডের স্বীকৃতি। দেরির কারণ জানতে চাইলে দ্রাবিড় বলেন, রেকর্ডের বিভিন্ন রকম তথ্য-প্রমাণ নিয়ে গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছিল। ৪৮ ঘণ্টার ছয়টি ক্যামেরার ভিডিও ফুটেজ, ১৩ জন সাক্ষীর দেওয়া প্রমাণপত্র, সার্ভেয়ারের দেওয়া প্রতিবেদন, অজস্র ছবি, জিপিএসে রাইডের ডেটা এবং আরও অনেক কিছু গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয়েছিল। সেসব যাচাই-বাছাই শেষে গত শুক্রবার গিনেস কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানায়। কিন্তু টিমবিডিসির পক্ষ থেকে শনিবার জানানো হলো।

এর আগে, ২০১৬ সালের বিজয় দিবসে ১ হাজার ১৮৬ জন মানুষ ধীরগতিতে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। চলন্ত সাইকেলে দীর্ঘতম একক সারির রেকর্ডটি দীর্ঘদিন বিডিসাইক্লিস্টসের ঘরেই ছিল।

Link copied!