৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২১, ১০:৫৬ পিএম

৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

তিন বছর আগে নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নে দুই দিনের সময় বেঁধে দিয়ে সড়ক ছেড়ে বাসায় ফিরেছে শিক্ষার্থীরা।

শনিবার(২৭ নভেম্বর)  রাজধানীর ধানমন্ডি এলাকার রাপা প্লাজার সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। রবিবার(২৮ নভেম্বর) ও তার পরের দিন (সোমবার) রাজধানীর বিভিন্ন স্থানেও তারা  বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিল। বিআরটিএ কর্তৃপক্ষ ১ সপ্তাহ সময় চেয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে শিক্ষার্থীরা বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে।

তবে নিরাপদ সড়কের দাবিতে রবিবার(২৮ নভেম্বর) ও তার পরের দিন সোমবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলবে বলেও ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা আরও জানিয়েছে, সড়কে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাচাই কার্যক্রমও চলবে।

শিক্ষার্থীরা জানায়, কোনো ধরনের ভাঙচুর করার জন্য তারা সড়কে নামেনি। ২০১৮ সালের আন্দোলনের সময় ৯ দফা দাবি তুলেছিল তারা। সরকার বলেছিল, দাবিগুলো মানা হয়েছে। কিন্তু একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার ৯ দফা মানা না হলে আগামী মঙ্গলবার থেকে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার (২৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার সামনে মিরপুর সড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা দুইটায় শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ায় দুই দিকের যান চলাচল স্বাভাবিক হয়।

Link copied!