নভেম্বর ২০, ২০২১, ০৩:১৯ পিএম
খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি চাইলে বিদেশ থেকে চিকিৎসক আনতে পারে। সেক্ষেত্রে সরকারের কোন বাধা নেই। শনিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় আখাউড়া আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনমন্ত্রী আনিসুল হক এই কথা বলেন।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
এসময় আইনমন্ত্রী বলেন, ‘একজন সাজাপ্রাপ্তকে আইন দ্বারা যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন, তাকে সেই সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। বিএনপি যদি মনে করে বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, যত বড় ডাক্তার বিএনপি আনতে চায় খালেদা জিয়ার চিকিৎসা জন্য আনতে পারবে। সেক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না।’
বেগম জিয়ার অবস্থা সিরিয়াস: রেজা কিবরিয়া
মন্ত্রী আরও বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াস ও চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।