‘শোভাযাত্রা করেছি, বেশি লোক আসলে কী করুম?’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ০১:৪৪ এএম

‘শোভাযাত্রা করেছি, বেশি লোক আসলে কী করুম?’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ‘শোডাউন’ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। বুধবার দুপুরে তার সমর্থনে পথসভা শেষে হাজারো নেতাকর্মী-সমর্থক নিয়ে একটি বড় মিছিল হয়। তবে আচরণবিধি অনুযায়ী, সিটি নির্বাচনে পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনও প্রার্থী জনসভা ও শোভাযাত্রা করতে পারেন না। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘বেশি লোক আসলে তার কিছু করার নেই বলে জানান স্বতন্ত্র মেয়র প্রার্থী।   

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে থেকে বড় মিছিল নিয়ে তৈমুর আলমের ‘শোডাউন’ শুরু হয়।শোডাউনে তার হাজারো সমর্থক ঢাকঢোল ও হাতি প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন।

খানপুর থেকে শুরু হয়ে মিছিলটি মেট্রো হল মোড়, চাষাড়া, বঙ্গবন্ধু রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মেট্রো হল মোড়ে গিয়ে শেষ হয়।

সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ৭ ধারায় বলা হয়েছে, ‘কোনও প্রার্থী বা তাহার পক্ষে কোনও রাজনৈতিক দল, অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান (ক) পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনও জনসভা বা শোভাযাত্রা করিতে পারিবেন না।’

মিছিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার বলেন, ‘এটা মিছিল না, শোভাযাত্রা করেছি। বেশি লোক আসলে কী করুম?’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া এই রাজনীতিবিদ আরও বলেন, “আমরা কোনও মিছিলের দাওয়াত দিই নাই। পথসভার দাওয়াত দিছি। তবে লোক বেশি হয়ে গেছে। আমরা মিছিল করি নাই। শোভাযাত্রা করেছি।”

Link copied!