জানুয়ারি ৭, ২০২২, ০৯:২১ পিএম
স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কুক্ষিগত করার চেষ্টা করছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ফেলানী হত্যা দিবস উপলক্ষে লেবার পার্টি আয়োজিত আগ্রাসন বিরোধী কনভেনশনে এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “১৬ ডিসেম্বর থেকেই ভারত মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করেছে ৷ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। স্বাধীনতার পর থেকেই তারা আমাদের সম্পদ পাচার করেছে, নদীর পানি আটকে রেখে দেশের বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে পরিণত করেছে।”
বাণিজ্য ক্ষেত্রে অসম চুক্তি হচ্ছে জানিয়ে হাফিজ বলেন, “জামদানী শাড়ি ভারতে ঢুকতে দেওয়া হয় না। পদে পদে শুল্ক বাজার সৃষ্টি করে। প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় বাংলাদেশি নাগরিকদের বিএসএফ হত্যা করছে। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নাগরিকেরা বিএসএফকে আক্রমণ করেছে তাই তারা গুলি করেছে!”
ভারত বাংলাদেশের জনগণকে ভয় দেখাতে চায় উল্লেখ করে মেজর হাফিজ আরও বলেন,“আমরা সমমর্যাদার ভিত্তিতে বাস করতে চাই। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে তা আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই সাহায্য মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে নয় পাকিস্তানকে দুর্বল করতে করেছে।”