শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। প্রতিবছর এ মাসেই অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা। এবারও বাংলা একাডেমী প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যান ছেয়ে গেছে নতুন বইয়ের গন্ধে। আর সেই বইয়ের তালিকায় নিয়মিত লেখকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রী কিংবা সঙ্গীতশিল্পীদের বইও জায়গা করে নেয়।
চলুন দেখে নেওয়া যাক এবারের বই মেলায় পাবেন যাদের বই-
নায়িকা সুজাতা
বাংলা চলচ্চিত্রের একসময়ের পর্দা কাঁপানো নায়িকা সুজাতা। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি তার জীবনী লিখছেন। এবার সেই লিখা শেষ হয়েছে এবং আসছে তার জীবনের উপর লিখা বই। সাধারণ এক নারী কি করে হয়ে উঠছিলেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার জনপ্রিয় নায়িকা তাই থাকছে বইটিতে। অক্ষর প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে আত্মজীবনীটি। একই প্রকাশনী থেকে আসবে তাঁর লেখা চলচ্চিত্রবিষয়ক আরও একটি বই।
কণ্ঠশিল্পী আসিফ আকবর
প্রথমবারের মতো বইমেলাতে পাওয়া যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বই। অন্যধারা প্রকাশনী আনছে আসিফের ‘পোটকরা টু ম্যানহাটান’।
অভিনেতা আবুল হায়াত
বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। এই অভিনেতা এর আগেও বইমেলাতে তাঁর বই এনেছেন। এবার তিনি আনছেন ‘টাইম ব্যাংক’, ‘প্রিয় অপ্রিয়’, ‘আষাঢ়ে’ নামের তিনটি বই। প্রিয় বাংলা প্রকাশনী থেক প্রকাশ হচ্ছে ‘টাইম ব্যাংক’ ও ‘প্রিয় অপ্রিয়’ এবং বই পুস্তক প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে ‘আষাঢ়ে’।
অভিনেতা ও গীতিকার মারজুক রাসেল
মারজুক রাসেল এই নামটির সঙ্গে প্রায় সবাই পরিচিত। সাবলীল অভিনয় দিয়ে জায়গা করছেন দর্শকের হৃদয়ে। অভিনেতার বাইরেও তার আরেকটি পরিচয় আছে। সেটি হলো গীতিকার। বেশ কিছু কবিতা দিয়ে সাজানো তার বইয়ের নাম ‘দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’। এটি প্রকাশ করছে বায়ান্ন প্রকাশনী।
সংগীতশিল্পী লোপা হোসেইন
সংগীতশিল্পী লোপা হোসেইনের উপন্যাস পাওয়া যাবে বই মেলায়। বইয়ের নাম- ‘আমার একটা তুমি চাই’। প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স।
অভিনয়শিল্পী নাজনীন হাসান
মঞ্চ ও টিভির জনপ্রিয় অভিনয়শিল্পী নাজনীন হাসান। মাঝে মাঝে নাটক পরিচালনা করেন। লেখেন নাটকও। এবারই তার লেখা প্রথম গল্পের বই আসছে মেলায়। নাগরী প্রকাশন করছে ‘বিণীতা’ নামের তার একটি বই।
লাক্স সুপারস্টার শানারেই দেবী শানু
লাক্স সুপারস্টার শানারেই দেবী শানুর দুটি বই পাওয়া যাবে এবারের বই মেলায়। একটি উপন্যাস, আরেকটি কবিতার বই। উপন্যাসের নাম লিপস্টিক। প্রকাশ করেছে অন্বেষা।
নাট্যনির্মাতা অনিমেষ আইচ
জনপ্রিয় নাট্যনির্মাতা অনিমেষ আইচ। সারাবছর গল্পের বুননে পর্দায় তৈরি করেন নাটক। এবার তার সেই গল্পের বুনন দেখা যাবে বইয়ে। তাম্রলিপি প্রকাশনী থেকে ‘যামিনী’ নামের বই আনছেন অনিমেষ আইচ। ‘যামিনী’ মূলত একটি উপন্যাস।
গায়ক মাকসুদুল হক
‘মেলায় যাই রে’ গানের জন্য জনপ্রিয় গায়ক মাকসুদুল হক। বইমেলায় পাওয়া যাবে তার বই। মাকসুদ ইংরেজিতে লিখেছিলেন ‘হিস্ট্রি অব বাংলাদেশ রক : দ্য লিগেসি অব আজম খান’ নামের বই। সেটি বাংলায় অনুবাদ হয়ে ‘বাংলাদেশের রকগাথা : আজম খানের উত্তরাধিকার’ নামে প্রকাশ হতে যাচ্ছে বইমেলায়। বইটি অনুবাদ করেছেন কবি ও অনুবাদক তানভীর হোসেন। বইমেলায় প্রথম সপ্তাহ থেকে চন্দ্রবিন্দু প্রকাশনের (বুকিশ পাবলিকেশন্সের পরিবেশক) স্টলে পাওয়া যাবে বইটি।
সংগীতশিল্পী পুতুল
সংগীতশিল্পী পুতুলের বই বেশ কয়েক বছর ধরেই মেলায় পাওয়া যাচ্ছে। এ বছর তার নতুন উপন্যাস ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃন্তান্ত’ মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি।
গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান
গীতিকার, সুরকার ও ঘুড়িখ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসানের চারটি বই পাওয়া যাচ্ছে এবারের বই মেলায়। এরমধ্যে দুইটি উপন্যাস ও দুইটি কবিতার বই। নাগরী প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে উপন্যাস ‘জারুলবনে রক্তজবা’ ও কবিতাগ্রন্থ ‘হাত রেখো না আমার এপিটাফে’। এছাড়া নওরোজ কিতাবিস্তান থেকে প্রকাশিত হয়েছে কিশোর উপন্যাস‘ডাকবাংলো রোড’ও দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে কবিতার বই ‘পাখি তুমি গান’।