ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ যে যেভাবে পারছেন, সেভাবেই বাড়ি ফিরছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে অনেকে মোটরসাইকেলে করে যাত্রা শুরু করেছেন। তাই সড়ক ও মহাসড়কগুলোতে এবার মোটরসাইকেলেরই যেন রাজত্ব। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা যায়। বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের জন্য করা হয়েছে আলাদা দুই লেন। তারপরও মোটরসাইকেলের চাপ সামাল দিতে পারছে না সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার (৩০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত এ সেতু দিয়ে ১৪ হাজার ২৫৬টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে সাত লাখ ১২ হাজার ৮০০ টাকা।