দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ এবার ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১১ হাজার ৪৩৪। এর আগে গত ১০ আগস্ট দেশে ১১ হাজার ১৬৪ জনের শরীরে করোনার নতুন সংক্রমণ ছড়িয়েছিল। এরপর গত পাঁচ মাসেরও বেশি সময় পর এই প্রথম ১১ হাজার সংক্রমণ ছাড়াল এক দিনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার পাওয়া গেছে ২৮ দশমিক ৪৯ শতাংশ। এর আগে গত ৩ আগস্ট দেশে সংক্রমণের এই হার ছিল ২৮ শতাংশের বেশি। এর সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় পর শনাক্তের হার ছাড়িয়ে গেল ২৮ শতাংশ।
নতুন সংক্রমণ ও শনাক্তের হারের সঙ্গে সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যুও বেড়েছে। আগের দিন ৪ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১২।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।
আগের দিন দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার বেড়ে হয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।