ভিনগ্রহের বলে তাঁকেই বল দিতে হবে এমনটা নয় : ডি মারিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২২, ০৫:২২ পিএম

ভিনগ্রহের বলে তাঁকেই বল দিতে হবে এমনটা নয় : ডি মারিয়া

কাতার বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনার হয়ে মেসির পায়ের জাদু দেখার অপেক্ষায় সবাই। বল নিয়ে তাঁর অসাধারণ কারিকুরির জন্যই এলিয়েন কিংবা ভিনগ্রহের প্রাণি হিসেবে আখ্যা দেয়া হয়। এদিকে মেসির সতীর্থ ও বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া বক্তব্য নিয়ে এলো ভিন্ন বার্তা। 

‘লা নাসিওন’কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা ডি মারিয়া বলেন, 'মাঠে সব সময় মেসির সাথে সেঁটে থাকার চেষ্টা করি। বল নিয়ে তাঁকেই খুঁজি। তবে সব সময় মেসিকে বল দেওয়া জরুরি নয়। কখন তাঁকে বল দিতে হবে সেটা ভাবতে হবে। যদিও সে ভিনগ্রহের, তারপরও মাঝে মাঝে অন্য সিদ্ধান্ত নিতে হবে।'

মেসির সাথে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো দাবি করে ডি মারিয়া বলেন, 'মেসি বিশ্বের সেরা। সে ভিনগ্রহের। এ কথা বলতে আমার মোটেই ক্লান্ত লাগে না। আবারও বলছি, মেসির সঙ্গে খেলতে পারাই আমার জীবনের সেরা অর্জন। একসঙ্গে অনেক বছর ধরে জাতীয় দলে খেলছি। ক্লাব ফুটবলেও একসঙ্গে খেলা হয়েছে।'

মেসিকে ঘিরেই আর্জেন্টাইনদের গেমপ্ল্যান হবে এমনটাই সবার কাছে স্বাভাবিক ব্যাপার তবে কিছুদিন আগেও আর্জেন্টিনার কোচ দল হিসেবে পারফর্ম করার কথা বেশি গুরুত্ব দিয়েছিলেন। এবার ডি মারিয়াও সেই সুরেই জানালেন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং দল হিসেবে পারফর্ম করতে চায় আর্জেন্টিনা। তাই সব সময় মেসিকে বল দেওয়া জরুরি নয়।

Link copied!