ঘূর্ণিঝড় মোখা : ফণির মত ভয়াবহ হওয়ার সম্ভাবনা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৩, ০৬:০৩ পিএম

ঘূর্ণিঝড় মোখা : ফণির মত ভয়াবহ হওয়ার সম্ভাবনা

বাংলাদেশে আবারও একটি ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সোমবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আর এই ঘূর্ণিঝড় মোখা ২০১৯ সালে ভারতের উড়িশ্যায় আঘাত হানা ঘূর্ণিঝড় ফণির মত ভয়াবহ হতে পারে। 

যেটি বাংলাদেশের চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এদিকে আঘাতের সম্ভাব্য সময় একদিন এগিয়ে এসেছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে আগাম বার্তা দিয়েছেন।

তিনি বলেন, ২০১৯ সালে ঘূর্ণিঝড় ফণি সৃষ্টির সময় বঙ্গোপসাগরে আবহওয়া সম্পর্কিত সূচকগুলো যে অবস্থায় ছিলও ঠিক একই অবস্থায় রয়েছে এই সপ্তাহে বঙ্গোপসাগর। এখানে উল্লেখ্য যে ঘূর্ণিঝড় ফণি ভারতের উড়িশা রাজ্যের উপকূলে মে মাসের ৩ তারিখে আঘাত করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলও ঘন্টায় ১৯৫ কিলোমিটার। 

গত ২৪ ঘণ্টায় আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাসের মধ্যে পার্থক্য কমে এসেছে। এই সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা এর স্থলভাগে আঘাতের সময় প্রায় ১ দিন এগিয়ে এসেছে। তবে দুটি মডেলের মধ্যে স্থলভাগে আঘাতের সময়ের পার্থক্য ১৮ ঘণ্টা রয়েছে এখন যা প্রতিদিন কমতে থাকবে সামনের দিনগুলোতে। তবে গত ২৪ ঘণ্টায় দুটি মডলের মধ্যে উল্লেখযোগ্য যে পার্থক্য কমে এসেছে তা হলও ইউরোপিয়ান মডেল অনুসারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের উপর দিয়ে ও আমেরিকার মডেল অনুসারে উত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা জেলার উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে ।

ইউরোপিয়ান মডেল অনুসারে ১২ মে দুপুর ১২টার পর থেকে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের উপর দিয়ে ও আমেরিকান মডএল অনুসারে ১৩ মে দুপুর ১২টার পর থেকে স্থলভাগে উত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা জেলার উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা। 

বঙ্গোপসাগরের মধ্যে এমন একটি এলাকা আছে যে স্থানের উপর দিয়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি অল্প কয়েক ঘণ্টার ব্যবধানে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে যেমন করে ঘূর্ণিঝড় আম্ফান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সাধারণ ঘূর্ণিঝড় থেকে সুপার-সাইক্লোনে পরিণত হয়েছিল। ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল ৫১ বার রান করা হয়েছিল (আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যাকে এনসাম্বল ফোরকাস্ট বলে) ও ফলাফলে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ সংখকবার ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় উপকূল দিয়ে স্থল ভাগে আঘাত করছে।

আমেরিকার আবহাওয়া পূর্বাভাস সংস্থা নোয়া এর ক্লাইমেট প্রেডিকশন সেন্টার উচ্চ আত্মবিশ্বাসের সাথে পূর্বাভাস করেছে যে সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় উপকূল দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা সবচেয়ে বেশি।

অবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সর্বশেষ পূর্বাভাস অনুসারে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৮০ কিলোমিটার।

Link copied!