পানির দরে ফাইনালের টিকিট বেচে দিচ্ছেন ভারতীয় দর্শকরা!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২২, ০৮:০৬ পিএম

পানির দরে ফাইনালের টিকিট বেচে দিচ্ছেন ভারতীয় দর্শকরা!

হতাশ আর বিমর্ষ এখন ভারতের দর্শকেরা। যে কোনো ক্রিকেট আসরে দেশের খেলা হোক না কেন তাতে বিপুলসংখ্যক ভারতীয় দর্শক স্টেডিয়াম মাতিয়ে রাখেন। দেশকে সমর্থন জানাতে তাঁরা যথাসাধ্য করেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত ছিল তাঁদের আরাধনার। আশা ছিল পাকিস্তানের সাথে ফাইনাল খেলবে তাঁরা। কিন্তু পাকিস্তান ঠিকই ফাইনালে উঠলেও, ভারত পারেনি। অথচ কত না স্বপ্ন নিয়ে তাঁরা চড়া দামে আগেভাগেই ফাইনালের টিকিট কিনে রেখেছিলো। সেই টিকিট এখন পানির দরে বিক্রি করে দিচ্ছেন তাঁরা। দলেই যেহেতু ফাইনালে নেই, কীইবা হবে ফাইনাল খেলা দেখে!

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য অন্য ম্যাচগুলোর চেয়ে বেশিই থাকে। ওই টিকিট পেতে ভাগ্যের সহায়তাও লাগে। রবিবার পাকিস্তানের বিপক্ষে ধুন্ধুমার লড়াইয়ের সম্ভাবনা আছে ভেবেই অস্ট্রেলিয়ায় বসবাসকারী অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টিকিট কিনে রেখেছিলেন। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের হাতে ১০ উইকেটে শায়েস্তা হওয়ার পর হতাশ হয়ে সেই টিকিটই এখন পানির দরে বিক্রি করে দিচ্ছেন তাঁরা।

অনেকে অর্ধেকেরও কম দামে বিক্রি করে দিচ্ছেন সেই টিকিট! যা পাওয়া যায় তাই লাভ- এই নীতি অনুসরণ করে ১০ অস্ট্রেলীয় ডলারে ফাইনালের টিকিট বিক্রি করে দিতে চাইছেন ভারতীয় সমর্থকরা। সাথে বিনামূল্যে বিয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকে! এমনকি, ক্রেতা চাইলে তাঁর বাড়িতে গিয়েও টিকিট দিয়ে আসার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এমন কিছু পোস্ট মিলছে যাতে অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের টিকিট বিক্রির নানা প্রস্তাব দেখা যাচ্ছে।

 

Link copied!