ডিসেম্বর ৭, ২০২২, ০১:১৭ পিএম
কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে ইউরোপের নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, লাতিন আমেরিকার আর্জেন্টিনা ও ব্রাজিল এবং আফ্রিকার দেশ মরক্কো। কোয়ার্টার ফাইনালে কে, কার বিরুদ্ধে খেলবেন? কবে, কোথায় দেখা যাবে সেই খেলা?
৯ ডিসেম্বর (শুক্রবার):
আসছে ৯ ডিসেম্বর (শুক্রবার) শুরু হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। রাউন্ড অফ সিক্সটিনের মতো এ রাউন্ডেও প্রতিদিন থাকছে দুটো করে ম্যাচ।
ক্রোয়েশিয়া-ব্রাজিল: আগামী ৯ ডিসেম্বর (শুক্রবার) বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়েছে ক্রোয়েশিয়া। অন্য দিকে ব্রাজিল হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে।
বাংলাদেশ সময় রাত ৯.০০ মিনিটে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়া ও ব্রাজিল মাঠে নামবে।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস: অন্যদিকে, একই দিন বাংলাদেশ সময় রাত ১ টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। নকআউট পর্বে অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অন্য দিকে আমেরিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। এই মাঠেই হবে এ বারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
১০ ডিসেম্বর (শনিবার):
মরক্কো-পর্তুগাল: কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ১০ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেনকে বিদায় করে দেয়া মরক্কো ও সুইসদের গুডবাই জানানো পর্তুগাল।
ফ্রান্স-ইংল্যান্ড: অন্যদিকে, বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে হতে চলেছে সম্ভবত এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্লকবাস্টার ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মোকাবিলা করবে উড়ন্ত ইংল্যান্ডকে।
প্রি-কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হারিয়েছে সেনেগালকে। অন্য দিকে পোল্যান্ডকে হারিয়ে শেষ আটে উঠে আসে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।