ঢাকা টেস্টের তৃতীয় দিনেও খেলা সম্ভবত আর হচ্ছে না। বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা এখনো হোটেলে অবস্থান করছেন। আর বৃষ্টি থামেনি। ফলে দ্বিতীয় দিনের মত তৃতীয় দিনের খেলাও ভেসে যাচ্ছে। গতকাল তাও কয়েক ওভার হয়েছিল। আজ আর সেটারও সম্ভাবনা নেই বলা চলে। দিনের খেলা শেষ করার ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র ছিল। দুপুর ২টার পরে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এই টেস্টের এখন আর ২দিন বাকি। ফলে এই ম্যাচে ফল আসা খুব কঠিন হয়ে যাবে। ড্র হওয়ার সম্ভাবনা বেশি। পাকিস্তান কেবল প্রথম ইনিংসে ব্যাট করছে। আর ২ উইকেটে তাদের ১৮৮ রান। আজহার আলী ৫২ ও বাবর আজম ৭১ রানে খেলছেন।
২ টেস্টের সিরিজ এটি। পাকিস্তান ১-০ তে লিড নিয়েছে চট্টগ্রাম টেস্ট জিতে।