সাকিবের অর্জনের পর শেষ বেলায় হার বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২১, ০৫:১৬ পিএম

সাকিবের অর্জনের পর শেষ বেলায় হার বাংলাদেশের

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম যেভাবে খেলছিলেন এতে মনে হয়েছিল বাংলাদেশ ম্যাচটি হয়তো ড্র করে ফেলতে পারবে। দিনশেষে পাকিস্তানের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি পঞ্চম দিনের শেষ সময়ে ইনিংস ও ৮ রানে জিতে নিয়েছে। 

সাকিব আল হাসান একটি রেকর্ড গড়েছেন। আজ তিনি টেস্টে ৪০০০ প্লাস রান ও ২০০ উইকেট (বা আরো বেশি) শিকারি হয়েছেন সবচেয়ে (রেকর্ড) কম ইনিংস খেলে। স্যার ইয়ান বোথাম এই অর্জন করেছিলেন ৬৯ টেস্টে। সাকিবের দরকার হলো ৫৯ টেস্ট। 

পাকিস্তান ২ টেস্টের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট। পাকিস্তান প্রথম ইনিংসে ৩০০ করেছিল ৪ উইকেটে। এরপর তারা ইনিংস ঘোষণা করে। আর বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৮৭ রানে। চট্টগ্রামে প্রথম টেস্টে পাকিস্তান জিতেছিল ৮ উইকেটে। 

আর মিনিট দশেক টিকতে পারলেই ম্যাচ হয়ে যেত ড্র। কিংবা ৮ রান পেরিয়ে লিড নিতে পারলেও পাকিস্তান পেত না আবার ব্যাট করতে নামার সুযোগ।

সকালের সেশনে প্রথম ইনিংসের বাকি তিন উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংসে ২৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। মনে হচ্ছিল লাঞ্চের পরেই অসহায় আত্মসমর্পণ করবে বাংলাদেশ। কিন্তু লড়াই করেছে তারা লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের ব্যাটে। সবশেষ দশম উইকেটে তাইজুল ইসলাম ও ইবাদত হোসেনের দারুণ প্রতিরোধে শেষ আশাটুকু বেঁচে ছিল। কিন্তু ৩৪ বলে ১ রানের এই জুটিটি ভেঙে যায় দিনের খেলার ৫.২ ওভার বাকি থাকতে। সাজিদ খানের বলে ৫ রান করা তাইজুল এলবিডাব্লিউ হন, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

১৩ উইকেট হাতে নিয়েও সারাদিন পার করতে পারল না বাংলাদেশ। তাতে ইনিংস ও ৮ রানে হার মানে তারা। টি-টোয়েন্টির পর হোয়াইটওয়াশ হলো টেস্ট সিরিজেও। পাকিস্তান টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে পঞ্চম দিন ১৩ উইকেট তুলে নিয়ে জিতে গেল।

 সবচেয়ে কম টেস্টে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল :

সাকিব আল হাসান : ৫৯  টেস্ট

ইয়ান বোথাম : ৬৯ টেস্ট

স্যার গ্যারি সোবার্স : ৮০ টেস্ট

কপিল দেব: ৯৭ টেস্ট

ড্যানিয়েল ভেটোরি : ১০১ টেস্ট

জ্যাক ক্যালিস : ১০২ টেস্ট

Link copied!