টিকটককে অনুকরণ করতে ফেসবুকের নয়া পরিবর্তন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ০৫:৩৩ পিএম

টিকটককে অনুকরণ করতে ফেসবুকের নয়া পরিবর্তন

জনপ্রিয়তা ধরে রাখতে অনলাইন যোগাযোগ প্লাটফর্মগুলোতে চলছে তুমুল প্রতিযোগিতা। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত প্লাটফর্ম ফেসবুককে যখন অনুসরণ করছে অন্যরা। তখন সেই ফেসবুক অনুকরণ করতে যাচ্ছে টিকটককে।

নতুনদের আকৃষ্ট করতে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে অনুকরণ করছে ফেসবুক। এ লক্ষ্যে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ফেসবুকের মেইন ফিড। নতুন এ ফিচার যুক্ত হলে নিউজ ফিডে ফলো করা অ্যাকাউন্টের বদলে নতুন কনটেন্ট ধারাবাহিকভাবে ডিসকভারিতে আসতে থাকবে। ফিচারটি অনেকটাই টিকটকের মতো কাজ করবে।

ফেসবুকের মূল কোম্পানি মেটা জানিয়েছে, ফেসবুক চালু করলে সবাই হোম পেজ দেখতে পায়। এখানে হোম নামে প্রধান নিউজ ফিড দেখা যায় যা ফলো করা হয় না। এখানে এবার জনপ্রিয় পোস্টও প্রদর্শিত হবে। টিকটকের ছোট ভিডিও ফরম্যাটের 'রিল'-এর আদলে ভিডিও আসবে। এখানে পোস্ট প্রদর্শনের জন্য মেটা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে। তবে প্রচলিত ধরনের ফিডও চালু রাখতে আলাদা একটি অপশন যুক্ত হবে।

এ ট্যাবে সব পোস্ট আগের মতো ধারাবাহিকভাবে আসতে থাকবে। এখানে মূলত বন্ধু, ফলোয়িং পেজ এবং গ্রুপের পোস্টগুলো দেখা যাবে। ফিডে কেবল বিজ্ঞাপননির্ভর পোস্টই সাজেস্ট আকারে উপস্থাপন করা হবে। মূলত ফেসবুকের জন্য এখন টিকটক বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

Link copied!