নতুন সুবিধা নিয়ে আসছে টিকটক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৩, ০১:৩৯ পিএম

নতুন সুবিধা নিয়ে আসছে টিকটক

শর্ট ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের চেহারার আদলে অ্যাভাটার (ইমোজি) তৈরির সুবিধা চালু করতে যাচ্ছে।

বর্তমানে অনেকেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিজেদের অ্যাভাটার তৈরি করে টিকটক প্রোফাইলে ব্যবহার করেন। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সহজেই টিকটকের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে একাধিক অ্যাভাটার তৈরি করে প্রোফাইলে ব্যবহার করতে পারবেন। অ্যাভাটারগুলো ডাউনলোড করে সংরক্ষণের সুযোগ থাকায় অন্য প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করতে হবে না।

অ্যাভাটার তৈরির জন্য ব্যবহারকারীদের ৩টি থেকে ১০টি ছবি নির্বাচন করে দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ছবিগুলোর বিষয়বস্তু পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের পছন্দমতো অ্যাভাটার তৈরি করে দেবে।

এসব অ্যাভাটার প্রোফাইলে ব্যবহারের পাশাপাশি টিকটক স্টোরিতেও পোস্ট করা যাবে। ফলে সহজেই নতুন কনটেন্ট তৈরির সুযোগ মিলবে।

Link copied!