মানসিক স্বাস্থ্য ও গণতন্ত্রের ক্ষতি করে ফেসবুক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২১, ০৮:৪৪ পিএম

মানসিক স্বাস্থ্য ও গণতন্ত্রের ক্ষতি করে ফেসবুক

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের পণ্য (ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম) তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, সামাজিক বিভাজন সৃষ্টি করে এবং গণতন্ত্রকে দুর্বল করে। ফেসবুকের প্রাক্তন পণ্য ব্যবস্থাপক ফ্রান্সেস হাউজেন এমন দাবি করেছেন।

ফ্রান্সেস হাউজেন এসময় ফেসবুককে নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান।

হাউজেন মার্কিন সিনেটের একটি উপকমিটিকে জানান, ফেসবুক বারবার জনগণকে ক্ষতির বিষয়ে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, আমি আজ এখানে এসেছি কারণ আমি বিশ্বাস করি, ফেসবুকের পণ্য শিশুদের ক্ষতি করে, বিভাজন সৃষ্টি করে এবং আমাদের গণতন্ত্রকে দুর্বল করে।

বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সেবায় বিঘ্ন ঘটার একদিন পরই এসব অভিযোগ তুললেন হাউজেন। এর আগে গত ৩ অক্টোবর সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানে তিনি কিছু তথ্য সিনেট কমিটিকে দেওয়ার কথা স্বীকার করেন। 

Link copied!