ইউক্রেনের মারিউপুলের একটি মসজিদে গোলা বর্ষণ করেছে রুশ সৈন্যরা। মসজিদে শিশুসহ ৮০ জনের মত আশ্রয় নিয়েছিলো বলে জানিয়েছে ইউক্রেন। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রুশ সৈন্যদের বাধার মুখে ইউক্রেনের যে শহরগুলোতে খাদ্য ও পানি সরবরাহ করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে তার মধ্যে মারিউপুল অন্যতম।
শুক্রবার পর্যন্ত শুধু মারিউপুলেই ১৫শ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বোমা হামলা চলতে থাকায়, যারা মারা যাচ্ছেন তাদের গণকবরও দেওয়া যাচ্ছে না। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন-ডব্লিউএইচও এর তথ্যমতে, ২৪ ফেব্রুয়ারী হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২৪টি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধে এখন পর্যন্ত ২৫ লাখ ইউক্রেনিয়ান নাগরিক দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
ওদিকে মারিউপুল ছাড়াও এদিন রাজধানী কিয়েভের আশপাশের কয়েকটি রাস্তায় ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের বিরুদ্ধে বড় ধরণের হামলা চালাতে জড়ো হচ্ছে রুশ সৈন্যরা।