মার্চ ১২, ২০২৩, ০৭:৪৪ পিএম
ঢাকা সফররত যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিডিও) প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মেরি ট্রেভেলিয়ান বলেছেন, বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, হয়রানি, গ্রেপ্তার এড়িয়ে গেলে নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি হতে পারে।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বাংলাদেশ-ইউকে পার্টনারশিপ ইন দ্য কনটেক্সট অব ইন্দো-প্যাসিসিক’ শীর্ষক অনুষ্ঠানে মুল বক্তা হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোকে একে অপরের সাথে সম্পর্কিত থাকার পাশাপাশি সহিংসতার পথও পরিহার করতে হবে। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাত করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান।
ওই বৈঠকে প্রধানমন্ত্রী তাকে জানান, বাংলাদেশ ওয়েস্টমিনস্টার ধরণের গণতন্ত্র অনুসরণ করে। আমাদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং তারা নির্বাচন পরিচালনা করবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে বলেও ব্রিটিশ প্রতিমন্ত্রীকে জানান।
বিশ্বাসযোগ্য নির্বাচনের তাৎপর্য উল্লেখ করে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার করেছেন তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী অ্যান-মেরি।