মেয়র পদও গেল কাটাখালীর আব্বাসের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২১, ০৯:২৪ এএম

মেয়র পদও গেল কাটাখালীর আব্বাসের

সাময়িক বরখাস্ত করা হয়েছে রাজশাহীর কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি কারায় আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার দিবাগত রাতে (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়েছে।

পড়ুন: এবার আ.লীগ থেকে মেয়র আব্বাসকে অব্যাহতি

এর আগে, গত ৬ ডিসেম্বর (সোমবার) আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমারের আদালত।

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করা কাটাখালি পৌরসভার মেয়রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মমিন। সেই মামলায় গত ১ ডিসেম্বর রাজধানী থেকে আব্বাসকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Link copied!