ঢাবি’র ঐতিহ্য ধরে রাখতে আর্ট গ্যালারী স্থাপন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৯, ২০২২, ১০:৩৬ এএম

ঢাবি’র ঐতিহ্য ধরে রাখতে আর্ট গ্যালারী স্থাপন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা, অবকাঠামো, ঐতিহ্য ও স্বাধিকার আন্দোলনের প্রতিচ্ছবি ধরে রাখতে স্থায়ী আর্ট গ্যালারি স্থাপন করা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় শতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, আন্দোলন-সংগ্রাম, কৃতি শিক্ষক-শিক্ষার্থীর অর্জন ইত্যাদি সবকিছুকেই চিন্তা-চেতনায় ধারণ করে স্থাপান করা আর্ট গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে  সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে গতকাল শুক্রবার ওই আর্ট গ্যালারি স্থাপন করা হয়। গ্যালারি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

স্বাগত বক্তব্যে সংগঠনের মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার স্থায়ী আর্ট গ্যালারি নির্মাণে সকল সম্মানিত ও খ্যাতিমান নবীন-প্রবীন আর্টিস্ট এবং এই সফল আয়োজন ও বাস্তবায়নে আর্থিক, কারিগরি, পরিকল্পনা ও ডিজাইনে সহযোগি সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়র উল আলম চৌধুরী (পারভেজ) অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সদস্যদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি ও গৃহীত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাবি অধ্যাপক শিল্পী রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, শিল্পপতি এ. কে. আজাদ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক উপস্থিত ছিলেন।

Link copied!