ডিসেম্বর ২৬, ২০২৩, ১১:৩৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ এবং দৈনিক বণিক বার্তার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ৭ম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই বইমেলা উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
উদ্বোধন অনুষ্ঠানে বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মাদ আব্দুল মঈন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এ বছরের নন-ফিকশন বইমেলায় সর্বমোট ৪১টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা।
জনপ্রিয়তা জাতির উন্নয়নে ভূমিকা রাখে না উল্লেখ করে অনুষ্ঠানে প্রাবন্ধিক আবুল কাশেম ফজলুল হক বলেন, আমাদের দেশে জনপ্রিয় লেখক আছে, তাদের বই বেশি বিক্রিও হয় বেশি। কিন্তু জনপ্রিয়তা জাতির উন্নয়নে ভূমিকা রাখে না। ভালো মানের বই কম লোকেই পড়ে।
মোবাইল ফোন ও টেকনোলজির যুগে এসে বইকে প্রচার করার এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার উল্লেখ করে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বলেন, এই স্মার্ট যুগে অনলাইনের যুগে বই পড়ার আগ্রহ যেখানে কমছে, সেখানে এই নন-ফিকশন বইমেলা অসাধারণ একটি আয়োজন বলে মনে করি।
বইমেলাটিতে নন-ফিকশনের পাশাপাশি ফিকশন যুক্ত করলে আরও ভালো হতো উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এমন বইমেলা শিক্ষার্থীদের জানার পরিধিকে সমুন্নত করবে। তারা সমসাময়িক জ্ঞান, নতুন প্রকাশিত বই সম্পর্কে জানতে পারে। ফিকশন বইগুলো চিন্তার খোরাক জোগায়। এ বইমেলাতে নন-ফিকশনের পাশাপাশি ফিকশন যুক্ত করলে আরও ভালো হতো।