কড়া নাড়ছে ছবিমেলা শূন্য-(0)

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২১, ০২:৩৩ পিএম

কড়া নাড়ছে ছবিমেলা শূন্য-(0)

শুরু হতে যাচ্ছে করোনাপরবর্তী সময়ের আন্তর্জাতিক উৎসব ছবিমেলা শুন্য-0 আগামী ১২-২১ ফেব্রুয়ারি ঢাকার দৃকপাঠ ভবনে অনুষ্ঠিত হবে দশ দিনব্যাপী ছবিমেলা-২০২১। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকার ৭৫জন শিল্পীর শিল্পকর্ম স্থান পাবে এই উৎসবে। বর্তমান বিশ্ব করোনা সংকটের কথা মাথায় রেখে ছবিমেলার এই বিশেষ সংস্করণ। 

শূন্য (0) মানে শুরুতে ফিরে যাওয়া। নতুন করে শুরু করা অর্থে দশটি আসর সম্পন্ন করার পরেও নিজেদের পুনর্মূল্যায়ণের উদ্দেশ্যে এবারের ছবিমেলা। উৎসব দেখতে চায় আতংকের জনপদে মানুষের জীবনে শিল্পের প্রাসঙ্গিকতা। ভিন্নধর্মী আয়োজন পুনর্বিচার করতে চায় বৈশ্বিক মহামারির পরবর্তী সময়ে শিল্প কীভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে বৈচিত্র্যকে স্বাগত জানায়। তাইতো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিল্পীদের একক কাজের সাথে সমন্বয় করে সাজানো হয়েছে "আর্ট কালেক্টিভ" বিভাগ।

অফ লিমিট, দ্যা রিবেল উইথ স্মাইলফ্রোজেন সং এবং ক্রসরোডসহ কালেক্টিভস ইন্টারভেনশনসহ সকল প্রদর্শনী সাজানো হয়েছে মোট ৮টি বিভাগে। কিন্তু কিউরেটরের দৃষ্টিতে প্রদর্শনীর থিম এবং ফর্ম দুটি দিক বিবেচিত হবে। কিউরেটর শিল্পীরা চেষ্টা করবেন শিল্পচর্চার মাধ্যমে একটি "পারফরমেটিভ ডেমোক্রেসির" ধারণা তৈরি করতে, যা বাস্তব গণতন্ত্রচর্চা নিয়ে ভাবনা সঞ্চার করবে। ছবিমেলা আয়োজকরা বিশ্বাস করেনসুস্থ জীবনধারনের জন্যে শিল্পীর শিল্পচর্চার একটা গণতান্ত্রিক আবহ থাকা খুব জরুরী। একই সাথে শিল্পী এবং কিউরেটরেরা এই ছবিমেলাতে শিল্পচর্চার ভার্চুয়াল পরিসরটি গুরুত্বের সাথে দেখছন। বাস্তবতা ভার্চুয়াল জগতের সমন্বয় করে তারা এমন একটি জায়গা বিনির্মাণ করতে চান, যা বর্তমান সময়ের সাক্ষ্য দিবে। সময় সচেতন এবারের ছবিমেলা কাঠামোগত বিবেচনায় হবে অনেক বেশী নিরীক্ষাধর্মী। মহামারি এবং তার ফলে সৃষ্ট সামাজিক দূরত্ব নিয়ে, শিল্পীর শিল্পকর্মে ঠাঁই পাবে সমসাময়িক জীবনযাপন এবং ভাবনার প্রতিফলন। 

 এছাড়া দুটি গুরুত্বপূর্ণ একক প্রদর্শনীর মাঝে রয়েছে প্রয়াত আলোকচিত্রী সায়েদা খানমের সারাজীবনের কাজ নিয়ে রেট্রোস্পেক্টিভ প্রদর্শনী। অপরটি সদ্যপ্রয়াত  স্থপতি বশিরুল হকের কাজ নিয়ে। 

Link copied!