নানা আয়োজনে 'জাতীয় পুতুলনাট্য উৎসব ২০২৩' উদযাপিত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৩, ০৯:৩৩ পিএম

নানা আয়োজনে 'জাতীয় পুতুলনাট্য উৎসব ২০২৩' উদযাপিত

বিশ্ব পুতুল নাট্য দিবস আজ।  বিশ্ব পুতুলনাট্য শিল্পের সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল পুতুলনাট্যশিল্পী ও সংগঠনকে সম্পৃক্ত করে এই দিবসটিকে বিশেষ মর্যাদায় উদযাপন করে আসছে। বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২১ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনে ‘জাতীয় পুতুলনাট্য উৎসব ২০২৩’ উদযাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ দেশের সব জেলার শিল্পকলা একাডেমি।

উৎসব আয়োজনে ছিলো বিশ্ব  পুতুলনাট্য দিবস নিয়ে আলোচনা, গুণী পুতুলনাট্য শিল্পী সম্মাননা প্রদান এবং পুতুলনাট্য প্রদর্শনী।

মঙ্গলবার পুতুলনাট্য উৎসবে রাজধানীর আয়োজনে সকাল ১১.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত ছিলো স্কুল পর্যায়ে পুতুলনাট্য প্রদর্শনী। শিশুদের নিয়ে বিকাল ৩.০০টায় একাডেমির জাতীয় নাট্যশালার লবিতে অনুষ্ঠিত হয় পুতুলনাট্য কর্মশালা। উক্ত কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন সাইফুল ইসলাম জর্নাল। বিকাল ৪.৩০টায় একাডেমির নাট্যশালার সিঁড়িতে জলপুতুল পাপেটস ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পরিবেশন করেন পুতুলনাট্য প্রদর্শনী। বিকাল ৫.৩০টায় বের করা শোভাযাত্রা।

সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় মুল আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী  কে এম খালিদ এমপি।  শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. সালাহউদ্দিন আহাম্মদ,  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

আলোচনা পর্ব শেষে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় । সম্মানীত গুনীজনরা হলেন- কাজলী, ভানু চন্দ্র বর্মণ, কীরিটি রঞ্জন বিশ্বাস এবং অধ্যাপক ড. রশীদ হারুন।

সন্ধ্যা ৭.৩০ টায় শুরু হয় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার এবং বাংলাদেশের পুতুলনাট্য উন্নয়ন ও গবেষণা কেন্দ্র পুতুলনাট্য প্রদর্শনী।

এছাড়া আগামী ২২ মার্চ সকাল ১১.০০টায় ঢাকা পাপেট থিয়েটারের পরিবেশনায় মোহম্মদপুর প্রভাতি আইডিয়াল স্কুল ঢাকা উদ্যানে থাকবে পুতুল নাচের পরিবেশনা।

রাজধানীর পাশাপাশি  মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, গাইবান্ধা, নরসিংদী, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট, রংপুর, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুড়িগ্রাম, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, জামালপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একযোগে অনুষ্ঠিত হয় জাতীয় পুতুলনাট্য উৎসব।

Link copied!