আওয়ামী লীগের সমাবেশ শুরু, বিপুল নেতাকর্মীর উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৩, ০৩:৪৫ পিএম

আওয়ামী লীগের সমাবেশ শুরু, বিপুল নেতাকর্মীর উপস্থিতি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়া্মী লীগের তিন সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক শান্তি সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার(২৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে মুক্তিযুদ্ধের ‘জয় বাংলা, বাংলার জয়’ গানে শুরু হয় আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ। শ্রাবণের আকাশের হঠাৎ বৃষ্টিতেও থেমে নেই আওয়ামী লীগের তিন সংগঠনের ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ।

তিন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। বৃষ্টির কারণে কিছুটা সময় নেতাকর্মীদের উচ্ছ্বাসে ছন্দপতন ঘটে। তারপরও বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একাংশের নেতাকর্মীরা।

বৃষ্টি থেমে গেলে আবারও শুরু হয় স্লোগান আর স্লোগান। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আবারও নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সমাবেশস্থলে।বৃষ্টিতে ভিজে সমাবেশে যোগ দিতে দেখা গেছে নারী নেতাদেরও। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের নেতৃত্বে আরও একটি বড় মিছিল বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে সমবেত হন।

সমাবেশে আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে বড় একটি মিছিল আসে। এ ছাড়া অন্যান্য সংসদ সদস্য, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা মিছিল নিয়ে আসেন।

সাভার, আশুলিয়া, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শান্তি সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

Link copied!