ঢাকা-ভাঙ্গা রেললাইন চালু হবে আগামী বছরের মার্চে: রেলমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২২, ০৬:৪০ পিএম

ঢাকা-ভাঙ্গা রেললাইন চালু হবে আগামী বছরের মার্চে: রেলমন্ত্রী

পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত রেল যোগাযোগ আসামী বছরর মার্চ মাসে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রবিবার দুপুরে শিবচর ও ভাঙ্গা এলাকার রেলপথ পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু করার নতুন লক্ষ্যমাত্রা হিসেবে আগামী বছরের মার্চ মাসকে নির্ধারণ করা হয়েছে জানিয়ে রেলপথমন্ত্রী আরও বলেন, “যদি কোনো কারণে লক্ষ্য অর্জন না হয়। তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে।”

প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল কার্যক্রম চালু হবে বলে গত বছর রেলমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। তবে আসছে ডিসেম্বরের মেধ্যে এটি সম্ভব না হওয়ায় নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী বছরের মার্চ মাসে।

এদিকে, আগামী জুন মাসে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জানান, আগামী জুনে পদ্মাসেতু উদ্বোধনের জন্য প্রস্তুতি চলছে।

Link copied!