প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় বেসরকারি আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের (এবি ব্যাংক) উপমহাব্যবস্থাপক (ডিএমডি) আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার(৫ অক্টোবর) রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই বেলাল হোসেন বলেন, আদালতে এক ব্যক্তি একটি এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসার পর আজ (মঙ্গলবার) সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশরিমান্ড আবেদন করবে বলেও তিনি জানান।
এর আগে, জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় এবি ব্যাংকের এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার আবদুর রহিম এবং ভিপি শহিদুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
রোববার (৩ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ওই দুই ব্যাংক কর্মকর্তা। দুদকের পক্ষে মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।