সেপ্টেম্বর ৬, ২০২১, ০৭:২৫ পিএম
আশুলিয়ায় নয়ারহাট বাজারে ১৮টি স্বর্ণের দোকানসহ ১৯টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে বাজারের নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকশ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুঠ করে ডাকাতেরা।
পুলিশ জানিয়েছে, সোমবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে নয়ারহাট বাজারে একদল মুখোশধারী ডাকাত বাজারের ৫ নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে মারধর করে এবং ১৮টি স্বর্ণের দোকানের কয়েকশ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা এবং ১ টি মুদি দোকান লুঠ করে নদীপথে ট্রলার দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা বলছেন, আশুলিয়া এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সেখানে প্রতিদিন কোনো না কোনো অপরাধমূলক ঘটনা ঘটছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘পুলিশ ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।