আহমদ শফীর মৃত্যু তদন্তে হেফাজত নেতাদের দায় পেয়েছে পিবিআই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২১, ০৬:৩৮ পিএম

আহমদ শফীর মৃত্যু তদন্তে হেফাজত নেতাদের দায় পেয়েছে পিবিআই

হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফীকে ‘হত্যার’ অভিযোগে আদালতে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতে দেওয়া এ প্রতিবেদনে আহমদ শফীর মৃত্যুর ঘটনায় মোট ৪৩ জনকে দায়ী করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) চট্টগ্রামের একটি আদালতে পিবিআই এই তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে দেওয়া ৪৩ জনের মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরীও রয়েছেন বলে জানিয়েছেন পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার।

এছাড়া আহমেদ শফীকে ‘হত্যা করা হয়েছে’ বলে তার শ্যালক আদালতে যে অভিযোগ করেছিলেন, তার সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাটহাজারী মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী।

গত বছর ১৭ ডিসেম্বর আহমদ শফীকে হত্যার অভিযোগ এনে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মানুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেন শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন। তখন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে পিবিআইকে মামলার তদন্তভার দেন।

শফীর মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ উল্লেখ করে তাকে মানসিক নির্যাতন ও অক্সিজেন মাস্ক খুলে দিয়ে হত্যা করা হয়েছে বলে মোহাম্মদ মাঈনুদ্দিন অভিযোগ করেছিলেন।

মৃত্যুর আগের দিন মাদ্রাসায় তুমুল হট্টগোলের মধ্যে আহমদ শফী মহাপরিচালকের পদ ছাড়েন। সেসময় তার ছেলে মাদ্রাসার সহকারী পরিচালক আনাস মাদানিকেও বহিষ্কার করা হয়।

শফীর মৃত্যুর দিন ছেলে আনাস মাদানি ঢাকায় সাংবাদিকদের বলেছিলেন, আগের দিনের ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার কারণে ‘টেনশনের’ কারণে ‘হার্টফেইল’ করে তার বাবা মারা গেছেন।

Link copied!