রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার ধসে দুই চীনা কর্মীসহ চারজন আহত হয়েছেন।
রবিবার (১৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, ‘গার্ডারটি স্থাপনের সময় ধসে পড়ে। তাতে চারজন আহত হন।’
আহতদের মধ্যে দুইজন চীনা নাগরিক জানিয়ে শফিকুল ইসলাম বলেন, তাদের মধ্যে তিনজনকে এভারকেয়ার হাসপাতালে এবং একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।গার্ডারটি কেন ধসে পড়ল, সে বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গার্ডারটি স্থাপনের সময় ধসে পড়লে চারজন আহত হন। ছবি সংগৃহীত
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ বিকট শব্দ করে নির্মাণাধীন গার্ডার ভেঙে পড়ে। খবের পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে গুরুত্বপূর্ণ ওই সড়কে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আহতদের সবার অবস্থাই গুরুতর। তাদের দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।’