এসপির বিরুদ্ধে নারী ইন্সপেক্টরকে ধর্ষণের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২১, ০৬:০৯ পিএম

এসপির বিরুদ্ধে নারী ইন্সপেক্টরকে ধর্ষণের অভিযোগ

একজন নারী পুলিশ ইন্সপেক্টরকে ধর্ষণের অভিযোগে মোক্তার হোসেন নামে এক পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) ওই নারী পুলিশ ইন্সপেক্টর বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ মামলাটি করেন।  নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলাটি করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম মোছা. কামরুন্নাহার বৃহস্পতিবার প্রায় দেড় ঘণ্টা ধরে বাদীর জবানবন্দি শোনেন। পরে তিনি বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।

তার অভিযোগ, ২০১৯ সালে অভিযুক্ত পুলিশ সুপার সুদানে জাতিসংঘের শান্তি মিশনে পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন। সেখানে অবস্থানের সময় এবং পরে দেশে ফেরার পর ঢাকার উত্তরার একটি হোটেলে তাকে কয়েক দফা ধর্ষণ করেন সেই পুলিশ কর্মকর্তা।

বর্তমানে তিনি বাগেরহাটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত বলে জানা গেছে। আর অভিযোগকারী নারী পুলিশের ওই সদস্য বর্তমানে পরিদর্শক পদে আছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী ও অভিযুক্ত দু’জনই সুদানে জাতিসংঘ শান্তি মিশনের কর্মরত ছিলেন। পেটের সমস্যার কথা বলে ওই পুলিশ সুপার নারী পুলিশ ইন্সপেক্টরকে দুপুরে রান্না করে খাওয়ানোর কথা বলেন। সেখানে যাওয়ার পর তাকে ধর্ষণ করা হয়। 

মামলার আগে ওই নারী পুলিশ ইন্সপেক্টর পুলিশ বিভাগেও ধর্ষণের বিষয়ে লিখিত অভিযোগ করেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোক্তার হোসেনকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ধরেননি।

Link copied!