দেশের উত্তরাঞ্চলসহ সারা দেশে এতদিন একটু একটু করে শীতের তীব্রতা বাড়ছিল। তবে আগামীকাল শুক্রবার থেকে কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। এতে কমে আসবে শীতের প্রকোপ। এরপর জানুয়ারির ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত এ কদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমার পর আবার কমতে পারে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এমন তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য বাড়তে থাকবে। এরপর ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি বৃষ্টি হতে পারে। এরপরে আবার কমতে পারে তাপমাত্রা। তবে মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে। তখন শীতের তীব্রতা বেশি থাকবে।”
আবহাওয়া অধিদপ্তর থেকে বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে আবার মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ১০ দশমিক ৩, যা গতকাল ছিল তেঁতুলিয়া ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।