দ্বিগুণ ভাড়া নিচ্ছে বিআরটিসির বাস

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২২, ০৭:৪৯ পিএম

দ্বিগুণ ভাড়া নিচ্ছে বিআরটিসির বাস

ঈদ উপলক্ষে গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা অভিযোগ করেছেন, ঢাকা থেকে নওগাঁর নির্ধারিত ভাড়া ৫৮০ টাকা হলেও নেওয়া হচ্ছে ১ হাজার ১শ টাকা। রাহাদ হোসেন নামে এক যাত্রী অভিযোগ করেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-বিআরটিসির শ্যামলী বাস কাউন্টার থেকে কয়েক দিন ধরে জানানো হয়; ঈদের আগের দিন পর্যন্ত কোন টিকিট নেই। অথচ আজ  বৃহস্পতিবার দ্বিগুন দামে টিকিট বিক্রি হচ্ছে। তাই টিকিট কাটলাম না। 

বাড়তি ভাড়া প্রসঙ্গে শ্যামলীর কাউন্টার মাস্টার শওকত আলী বাবু বলেন, ‘শ্যামলী বাসের কোনো টিকিট নেই। আমরা কিছু বাস রিজার্ভ নিয়ে চালাচ্ছি। বিআরটিসি বাস রিজার্ভ নেওয়ার সময় তাঁরা আমাদের কাছ থেকে বেশি টাকা রেখেছেন। তাই আমরাও বাড়তি ভাড়া নিচ্ছি।’ বিআরটিসির বাস ছাড়াও অন্যান্য কয়েকটি বাস কাউন্টারের বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। 

ঢাকা থেকে সাতক্ষীরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। দুই যাত্রী অভিযোগ করেছেন, মঙ্গলবার ৯শ টাকা করে টিকিট কেটে তারা ঢাকায় এসেছেন। অথচ আজ একই বাসের একটি টিকিটের ভাড়া চাওয়া হয় ২ হাজার টাকা করে। 

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএর আদালত ৮–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, ‘যারা বাড়তি ভাড়া আদায় করছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। দুপুর পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ১০টি বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Link copied!