গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২২, ০৮:১৩ এএম

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিকের মৃত্যু

রাজশাহী থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এর ধাক্কায় পাঁচ জন নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৯টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ওই উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজয় মৃধা (৩৫), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), নীরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), মহের বিশ্বাসের ছেলে হীরামন বিশ্বাস (৪৫) এবং পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)।

রাজবাড়ী রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুদ রানা বলেন, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসটি রাত ৯টা ২০ মিনিটে কাশিয়ানী উপজেলার কাঠামদরস্ত এলাকায় পৌঁছালে শ্রমিকবোঝাই সিমেন্ট মিক্সারবাহী নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে ৫ শ্রমিক নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Link copied!