গ্রেপ্তার এড়াতে পেট্রোল ঢেলে আসামির ‘আত্নহত্যা’!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২১, ০৫:০০ পিএম

গ্রেপ্তার এড়াতে পেট্রোল ঢেলে আসামির ‘আত্নহত্যা’!

সিরাজগঞ্জ সদর উপজেলায় পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে জুয়েল আহম্মেদ নামে এক আসামি গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করেছে। 

উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের গোটিয়ার চর গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আহম্মেদ (৩০) গ্রামের আলমগীর হোসেন ওরফে আলমের ছেলে। পুলিশের ভাষ্য, আলম ডাকাতি করতেন।

পুলিশের ভাষ্যমতে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুয়েলকে আত্মসমর্পণ করতে বলা হয়। এ সময় তিনি নিজের ঘরে ঢুকে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। জুয়েল মোটরসাইকেল চোর চক্রের মুল হোতা এবং মামলার আসামি।  

রাতেই জুয়েলের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় মেছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, জুয়েলের বাবা আলম ডাকাতও চর এলাকায় ডাকাতিসহ নানারকম অপরাধের সাথে জড়িত। বুধবার বিকালে ঘটনাস্থলে গিয়ে এলাকার জনপ্রতিনিধি হিসেবে জুয়েলকে আত্মসমর্পণের জন্য বারবার আহ্বান করা হলেও তিনি কোন কথা না শুনে আত্মহত্যা করেন। 

সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, এ অঞ্চলের মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের মূল হোতা জুয়েল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।তার নামে সিরাজগঞ্জ, বগুড়া, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলায় মোটরসাইকেল চুরির ১১টি মামলা রয়েছে। এসব মামলার ৯র্টিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Link copied!