ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ভোলায় গাছচাপায় নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২১, ১০:১৩ এএম

ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ভোলায় গাছচাপায় নিহত ১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল পার হতে পারে। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয়  অঞ্চলগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। আর এই ঝড়ো হাওয়ায় ভোলার লালমোহন থানায় গাছচাপা পড়ে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে মো. আবু তাহের (৪৫) নামে একজন মারা যান। এর আগে রাত ১১টার দিকে গাছের ডাল ভেঙ্গে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

বুধবার (২৬ মে) সকালে লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও লালমোহন থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যার পর থেকে লালমোহনে হালকা ও মাঝারি বাতাস বইছিল। রাত ১১টার দিকে ওই গ্রামের রিকশাচালক আবু তাঁহের শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে হঠাৎ ঘরের পাশের গাছের বড় একটি ডাল ভেঙে তার গাঁয়ে পড়লে তিনি আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। ভোলা সদর হাসপালে নেওয়ার পর রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিকশা চালকের মৃত্যুর বিষয়টি স্বীকার করে লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এলাকায় ঝড়ো বাতাস অব্যাহত থাকায় অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে। চরাঞ্চল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

Link copied!