মার্চ ৯, ২০২১, ০২:২২ পিএম
ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।
মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দু'জন হলেন, বাসের চালক সবুজ মিয়া (৪০) এবং হেলপার হাসান (২২)। ওই বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।
বিকেলে কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, রবিবার সকালে রাজধানীর কেরানীগঞ্জে ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় ওই বাসের হেলপার। পরে সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।